ফাঁদ
  এম এ সালাম
      ০৪-১২-১৯


ফাঁদে পড়লে ওড়নশেয়ালও-
    লাথি মারে জোরে,
শিশু, কিশোর,  আবাল-বৃদ্ধ
     ঘৃণা করে তারে।


কেহর বিপদ মাথার উপর-
    কেহর পায়ের নিচে,
ফাঁদে পড়লে বাতুলিটাও
     মারে তাহারে পিষে।


কেহর হয়তঃ পৌষ মাস-
     আবার কেহর সর্বনাশ,
কেহ আবার সুযোগ পেলে
     তারে করে সর্বনাস।


ফাঁদে পড়লে সুযোগ পেয়ে-
    কেহ সৎব্যবহার করে,
সুযোগ পেলে পানির নিচে
     চুবাইয়া তারে মারে।


দুর্বল ও শক্তি দুই ভাই-
    এক পাড়ায় বাস করে
ফাঁদে পড়লে তারা আবার
     একে অপরকে ঘৃনা করে।