ফাঁদে
এম,এ,সালাম
৩১-০৭-২০


ফাঁদে পড়লে যে কেউ দিশেহারা হয়
নানা কথার গুঞ্জন তালে সুর মিলায়।
কেহ বলে এখানে ওর কি কাজ ছিল?
কথায় কাজে যথেষ্ট অমিল ছিল।
চামচিকা লাথি মারে এদিক ওদিক চেয়ে
কষ্টের চোটে অশ্রু ঝড়ে দু,চোখ বেয়ে।
ফাঁদে পরলে ভাল মানুষ হয় যে চোর
ভাল কিছু কাজের পিছে থাকে যে ঘোর।
ফাঁদে পড়লে চামচিকা লাথি মারে জোরে
সুযোগ সন্ধানীরা এসে পিছু পিছু ঘোরে।
কেহ  ফাঁদে পরলে মামার জোরে নাচে
কেহ আবার মামার জোরে তার থেকে বাঁচে।
ভুলে ভ্যালে কেহ আবার ফাঁদে পরে গিয়ে
হায়! মাফ চায় ভুল বুঝে ইনিয়ে বিনিয়ে।
ফাঁদে পরলে সবাই লজ্জার মালা পড়ায়
হাচা-মিছায় ভুল বুঝে তারে শুধু জড়ায়।