ফাগুন তোর জন্য
   এম,এ,সালাম
    ১৩-০৩-১৮


এখনো শিমুল পলাশ ফোটে নি-
    পাগল কোকিল সুর করেছে,
শুধু তোমায় পাবার আশায়
     তাই বলে পাগলামি করবে তুমি।


শুধু তোমায় পাবায় আশায়-
     থমকে গেছে বছরের স্মৃতিটুকু,
বোকা পাখী করে না কুজন
     স্তব্ধ ফুলকলি সাজেনি পরাগে।


উত্তরের সমীরণ নেই এখন শুন্যে-
     দক্ষিনের শান্তির হাওয়া বইছে,
চাঁদ মামা নির্জীব শুধুই একা
     শুধু তোমার পাবার প্রতিক্ষায়।


পাগলামি করনা হে ফাগুন-
     তোমার ফুলে মধু চেখতে,
অপেক্ষা করছে অগনিত পক্ষীকুল
    শালিক,হলদেপাখী নাচিছে ডালেডালে।