ফিরতি চিঠি
    এম,এ,সালাম
     ২০-১১-২০


বেড়াতে এসেছি এই ভুবনে
  কাহার নেমান্তন্ন  হইয়া,
রিটার্ণ টিকেট নিয়া এসেছি
    যাইব পরপাড়ে বাইয়া।
  
পড়ের মহলকে নিজ ভাবিয়া
    গড়িলাম সুন্দর বাড়ীগাড়ী,
এই সব কিছু ক্ষৌনীতে রাখিয়া
     যাইব মর্তের মায়া ছাড়ি।
  
তামাশা করিলাম উড়ি করিয়া
    ফুর্তি করিলাম মনের মত,
নতুন প্রজন্মের জন্য জন্ম দিলাম
   প্রজন্ম রেখে গেলাম  কত?


সেসম বুঝিতাম যদি ফিরতে হবে
    ওই আসল ঠিকানায়,
বেড়াতে এসে লোভে পরিতাম না
     ভুলেও প্রেমে মজিতাম না।
  
নেমান্তন্ন খেতে কে কার বাড়ী
   আদরে  আমন্ত্রীত করেছিলে,
হায়! নারী বাড়ীর ভ্যালে পড়িয়া
   আম ছালা সব হারিয়ে গেলে।
    
কত নাজ নেয়ামত খাওয়াইছিলে
     একান্ত আপন ভাবিয়া,
ক,দিন পড়ে এই সব রেখেই
     যাইব পরের  বাড়ী ছাড়িয়া।