ফলের মাস (১৭৮৩)
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
২২-০৫-২২
🍉🍋🍎🍉🍋🍎🍉🍌🍎🍈
বাংলায় বৈশাখ জৈষ্ঠ্য দু,মাসেতে
হয় যে উত্তাপের গ্রীষ্মকাল,
জীবন বাঁচাতে পানি নিয়ে আসে
তালপানি,ডাব বর্ষাকাল।


নদী-নালা,খালবিল পুকুর-ডোবা
উত্তাপে রিক্ত হয়ে পড়ে,
ঈশান কোণে কালো মেঘের যেন
টিনের চালে বৃষ্টি ঝড়ে।


কাঠাল,লিচু,আম,জাম,রসালো
মজাদার প্রাণ জুড়ানো ফল,
বঙ্গবাসী পূৃর্ণ তৃপ্তির সাথে খায়
মানুষের দেহে বাড়ে বল।


দুপুর বেলা সূয্যিমামা খাড়াভাবে
তাপ ছড়িয়ে দেয় চারিদিকে,
আম বানানি নানা চাটনির খায়
পুকুরে ঝাঁপ দেয় বেদিকে।


অনেকে তরমুজ খায় মজা করে
ভাঙ্গি খায় তেতুল দিয়ে,
ঠান্ডা পানির কথা কি আর বলি
খায় ফ্রিজ থেকে নিয়ে।