ফোন নম্বর চাই
       এম,এ,সালাম
শুধুরের সকল হিতাকাঙ্কীরা-
    ওর ফোন নম্বরটা দিবে,
আমার বন্ধু ভাল আছে কিনা
    মন একটু জেনে নিবে।


কত দিন ওকে দেখি নি আমি-
    ওকে দেখতে মনে চায়,
মনের আয়নায় ও যেন কেন?
     বারে বারে উকি দেয়।


আমি যখন নিরালয় থাকি-
     মনে শূন্যতা বিরাজ করে,
তারে যদি দিতে পার-
    দেখিতাম নয়ন ভরে।


ফোন নম্বরটা পাইতাম যদি-
    একদিন সময় সুযোগ মত,
ফোন করিয়া মনের বেদনা
    তারে বলিতে পারিতাম কত?


ওরে, সংগ্রহ করে ফোন নম্বরটি-
     একটু ঘুচিয়ে দেওনা বন্ধুরা,
দীর্ঘদিনের  জমানো দুঃখব্যথা
ফোনে বলে করিতাম মনপুরা।


উপডৌকন দিব দিতে পারিলে-
   আমার ওই ফোন নম্বরটি,
মনের কথা বুঝিয়া বন্ধুরা
    দিতে পার যদি চাই যে টি।


বন্ধুরা, এখন হতে অনুসন্ধান করে-
     ওই নম্বরটি দিতে পার যদি,
সাতক্ষীরার ওই দধি ঘরে  নিয়ে
     খাওয়াবো চিড়া আর দধি।