ফুঁড়িয়ে গেল বেলা
  এম,এ,সালাম মিয়া;
        ১২-০২-২০
   -----------------------------
হেলায় হেলায় গেল বেলা-
     সময় যে গেল ফুড়িয়ে,
সময়কে অবমূল্যায়ন করায়,
   জীবনের সূচী গেল ঘুরে।


কেন সময় মত কর্ম করেনি?
     শুধু হেলায় অবহেলায়,
হায়!এখন দেখছি সবই বাকী,
    শুধু ফাকি আর অলসতায় ।


পঞ্চাশ গেল ষাট ও গেল-
     ফুরিয়ে গেল যৌবন আয়ু,
এখন শুধু বাকী আছে রে
     নিঃশ্বাসেরই প্রান বায়ু।


দাঁত থাকিতে দাতের  মর্যাদা-
          যে জীব   নাহি করে,
অসময়ে বৃদ্ধ বয়সে হার চিবাতে,
         আপসুস হতে পারে।


পড়ার সময় পড় নি কেন?
     হেলায় বয়স হয়েছে কুড়ি,
আর  ক'দিন পড়ে তোমায়,
     লোকে বলবে বুড়ো-বুড়ি।


সময় মত শক্তি থাকতে-
         কর নি  কেন কাজ?
বৃদ্ধ হয়ে তিন মাথায় আজ
        জিমাবে জগতের মাঝ।


আদরে আদরে বাদর হয়েছো-
       কোন কাজে নেই যে স্পৃহা,
বসে বসে কেহ খাওয়াবে না,
       শেষে  ঘানী টানবে কে গিয়া?


পিতা-মাতায় পড়ার জন্য -
     পাঠিয়েছে  বিদ্যালয়ে,
শত চেষ্টা করার পড়েও
     ওরা যায় নি শিক্ষালয়ে।


সব কাজে অবহেলা করে-
         শেষে খেয়েছো তুমি ধরা,
এখন তোমার বেঁচে লাভ কি-
         তুমি যে প্রায়ই মরা।


অবহেলাই না পড়ার কারণ-
     এটাই আসল কথা,
এখন তোমার সময় নেই রে,
     ভুলের মাশুল দিবে যথা।