চেয়েছিলাম তোমাকে নিয়ে-
    আমি মেঘের দেশে যাব,
কবিতার কিছু কথা ও ছন্দ
    ক্যামেরায় বন্দি করে নিব।
  
হঠাৎ করে কে যেন গো-
       আমায় একটি কলম ছুড়ে,
কবিতার কথা লিপিবদ্ধ করি
     ওই পায়রা নদীর তীরে।


সুন্দরী তোমার মন এত খারাপ-
     আগে আমার জানা ছিল না,
রাগ করেছ সঙ্গীর সোনা,
     কেন আমায় খুলে বল  না।


তুমি যদি রেগে যাও যাত্রা অশুভ-
    আমার কিছু করার নেই,
কবিতা আগের মত লিখে যাব
  লজ্জায় মেঘের আড়ালে লুকাব।


জানি তিক্ত হৃদয় বিরক্তি হবে-
    লজ্জায় ক্ষোভে মরে যাবে,
তবুও এ যাত্রা পথে কর্ম সেরেই
     যেথায় সেথায় ফিরে আসিব।