গাছ আমাদের বন্ধু(১৯৮২)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৫-১২-২০২২
=====================
আজ নিধনে তরু হয়েছে মরু
খাইছে ইট ভাটার ধোয়ায়,
প্রয়োজনের গাছ হয়েছে শেষ
ঔ কলকারখানায় ধোয়ায়।


ঘুরে দেখেছি দেশ পুড়ে যে শেষ
তরু যা থাকার তা যে নাই,
দাঊ দাঊ করে ওই  ভাটায় পুড়ে
কাঠ জ্বলে পুড়ে হলো ছাই।


গাছ এমন ভাবে পুড়ে ছাই করিলে
একদিন অক্সিজেন যাবে কমে,
ধরার বুকে মরিবে সব  ধুঁকে ধুঁকে
সুখের জীবন ছাড়বে দমে।


চলো না দেই হুতি,ভাল গাছ পুঁতি
এ বাংলায় মিলেমিশে সবে,
আগামীর ধরা হোক রবিতে ভরা
পাশাপাশি সবাই মিশে রবে।


বৃক্ষ বন্ধুর মত পরম কন্টকে গরম
বিলিয়ে দেয় শান্তির ছায়া,
রৌদ্রের গরমে গাছের নিচে নরমে
কি অপরূপ বিলায় মায়া?


এসো  গাছ লাগাই পরিবেশ বাঁচাই
দেশকে ধ্বংস না,রক্ষা করি,
পরিবেশ বিদের সব নির্দেশনাগুলো
মেনে চলার চেষ্টায় পথ ধরি।