গাই বিজয়ের গান
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
  ১৬-১২-২১
====================
বিজয়ের গীত গাইতে গাইতে
  দেশের কবি গায়ক শ্রান্ত,
দেশ উন্নায়নের কথা আসলে
   দেশ সেবক সব ক্লান্ত।


বলতে গাইতে চলে গেল যে
   স্বাধীনতার পঞ্চশ বয়স,
উন্নায়নে শেখ হাসিনার মত
    নেয় নি কঠিন সাহস।


অসীম সাহস করে দেশটাকে
   স্বাধীন করলেন যিনি,
দেশ আধুনিকায়ন করার তরে
    প্রান হারালেন তিনি।


শেখ মুজিবের রেখে যাওয়া
   অসামপ্ত কাজের ধারা,
গ্রামকে করলেন শহরের মত
   বর্তমান সরকার  যারা।
    
পরাধীনতার শৃঙ্খলকে আজ
   মননে রুখতে হবে দেশে,
শোষনকারী আজ লুকিয়ে থাক
    জঘন্য ঘৃনার পাত্রবেশে।


মুক্তিযোদ্ধার শক্তি হাত মিলিয়ে
  আজ গড়বো সোনার দেশ,
এটাই এখন মহান শপথ হোক
   বিজয়ে সোনার বাংলাদেশ।