গাঁয়ের মেয়ে সাবিহা(১৭৭০)
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
০৭-০৫-২২
******************************
যৌবনেরই ষোড়শী মেয়ে
সাবিহা এই গাঁয়ে,
চার দিকেতে রূপ যেন তার
উপচে পড়ে বেয়ে ।


যেখান দিয়ে চলে মেয়ে
চোখ সবারই যায়,
রূপ দেখিতে পাগল পাড়া
পাখিরা গান গায় ।


রুপেগুনে সারা গাঁ মুখরিত
তাহার দুটি পায়,
আলতা রাঙা নুপুর পায়ে
কেউবা বকা, দেয় ।


এই মেয়েটির কোন কথা
যায়না যেন কানে,
গ্রামবাসী সব লোকেরাও
বোঝেনা তার, মানে।


কিন্তু যখন বুঝলো সবাই
তাহার বিয়ের দিন,
এতকালের বিরুপ প্রতিক্রিয়া
করছে সে শোধ ঋণ ।


সাবিহার কান্নায় মা চাচিরা
কেঁদে ভাসায় বুক,
নারী পুরুষের কান্না বুকে
শূন্যতায় চোখ মুখ।


বিয়ে হলো নিয়ে গেলো বর
সহধর্মিণী করে তারে,
সুখে থাকে কপাল ভাল তার
সবাই বলে ওরে।


ওযে আর,ফির আসবে না
বাস শহর অট্টালিকায়,
সেখানে সুখ শান্তির ছোঁয়ায়
গাঁয়ের মানুষ বলে যায়।


সুখ দেখে সবাই মেনে নিল
তাহার ভালো চাওয়ায়,
গাঁয়ের থেকে কোন মন্তব্য
উড়লো না যে হাওয়ায়।


কয়েক মাস গেলো কেটে
চিত্র হলো বদল,
তাহার সুখে মহাসুখে সবাই
নেইতো চোখে বাদল ।