গাঁয়ের নাম মনসাতলী
      এম,এ,সালাম
        ১৩-০২-২১
      
গ্রামের নাম  মনসাতলী
যেথায় আমার বাস,
অনেক লোকের বাস সেথায়
পেশায় কৃষি কাজ।


সবাই থাকি মিলেমিশে
পাশপাশি নিজস্ব বাড়ি,
মৌজার নাম বত্রিশ মাইঠা
এস এ খতিয়ান তারই।


সামনে দিয়ে খাল গিয়েছে
নাম তার মনসাতলী,
এই নামের পরিচিতি মোদের
সবাইর কাছে বলি।


পিছনের দিকে আবাদী জমি
সামনে রাস্তা কাঁচা,
মহা সরক পূর্ব দিকে
পুর্ব মাথায় তার বাকা।


পূর্ব দিকে পাশের গাঁয়ে
মাধ্যমিক স্কুল আছে,
পাশ দিয়ে রোডস এন্ড হাই
বরগুনার দিকে গেছে।


জমিগুলো খুবই  উর্বর
ধান, তরমুজ'ডাইল ফলে,
নষ্ট করতে পারে না ফসল
খড়া বৃষ্টি বন্যার জলে।


গ্রামের মানুষ প্রায়ই মুসলিম
চারটি হিন্দু বাড়ি আছে,
উদার মনের মানুষ গুলী যে
ধর্ম কম্মে নেই পিছে।


শিক্ষার হার মোটামুটি
বেকার লোকই বেশি,
সরকারের  বয়স্কভাতা
নারী পুরুষ মিলে আশি।


সবুজ ঘেরা ছোট্ট গ্রাম
দেখতে খুবই মনোহর,
নাটকের সুটিংএ আসবে
যদি পায় এর খবর।