গাঁয়ের পথে সেলফি  
   এম এ সালাম
    ১১-০১-২১


গাঁয়ের পথে বিজন মাঠে
    একা আমি চলছি,
পাকা ধানের ক্ষেতের কথা
    সুন্দর করে বলছি।


কৃষক হাসে ফলন দেখে
   কৃষাণীর মন খুশী,
বেজায় খুশী ধানের দামে
   মুখে আনন্দের হাসি।


মাঠের উপর সারি সারি
   কত্ত ধানের নাড়া,
মনের কোনে কে জানি গো
   দিচ্ছে আজি সাড়া।


মাঠ-ঘাটের দৃশ্য  দেখে
    কত্ত ভাল লাগে,
ফোন দিয়ে সেলফি তুলে
   আনন্দের ঢেউ জাগে।
  
গাঁয়ের রাস্তা দেখে ভাবছি
    এ যেন সুন্দর শহর,
সামনে গেলে বিষখালিতে
    আছে নৌকার বহর।


নদীর তীরে সারি সারি
  কেওড়া, ছৈলা, গোল,
কৃষের বাড়ির আঙিনার
  পর্দায় সুপারির খোল।


দূর দিগন্তে গাঁয়ের শেষে
   আকাশ মিশে আছে,
রোদ্দুর মেখে ধান কাটছে
    গাঁয়ের রাস্তার পাশে।