নিজেকে যদি শিক্ষিত ভাবি-
    বন্ধু কথা হবে সংযত,
কথা যত কম বলিবেন,ঠিক
     ভুলের সংখ্য কম তত।


ভুল বলিয়া যদি ডবগিয়ে দেন-
    ইহার আছে নাকি দাম,
বক বক করিয়া কথা বলিলে
     সমাজে হবে যে বদনাম।


তথ্য সংবলিত কথা বলি-
    ন্যায়ের মানদন্ড দিয়ে,
আউল ফাউল কথার বলিলে
     চুল ছিঁড়িবে মায়ে ঝিয়ে।


মুর্খের মত বাক্যলাপ না করে-
     জ্ঞানীর পরিচয় দেও,
কুনামের চেয়ে সুনাম হবে রে
    বলিলে সংযতের ভাষায়।


এমন কথা বলিনা রে বন্ধু-
     কেহ মনে কষ্ট পায়,
হৃদয়ের মাঝে স্পট পড়িলে
     ঘষে উঠানো না যায়।


রাজনীতির মাঠে জ্ঞানীরা যখন-
     তথ্য ছাড়া কথা বলে,
জনসাধারণ এই জ্ঞান দাতাদের
     আসলেই বাজে বলে।


সবার কাছে আছে বাটখারা-
    সবাই কথার ওজন দেয়,
প্রকাশ্য কিছু না বলিলেও
    ভালমন্দ পিছনে বলে বেড়ায়।