গেহর পর্দা অহঙ্কার সম
    এম,এ,সালাম
     ১৮-০১-২১
-----------------------------------
কাঁদিতেছে  নয়ন যুগল বক্ষ ভিজিয়ে যায়
মন সতত অতীত নিয়ে বিরহের গান গায়।
নানা উৎসের ঝামেলা নিয়ে মন পুড়ে দেহ
রঙ্গিন হৃদয় ছুটে চলে  সহযোগী নেই কেহ।
সমাজটা বদলে যাচ্ছে সেবক নিশূতি একা
যোগ্য লোক জ্বালবে অগ্নি মুছাবে ভাগ্য রেখা।
ঘুমান্ত সব নিকর্মা লোক বিছানা ভাসায় ঘামে
সাফল্য ওরা খুঁজে  চলে আঁকায় পত্রের খামে।
বিপদ কালে  রক্তের বন্ধু  দয়ার সাগর খুঁজে
আপন আপন সবাই আপন কষ্টেহীনা সাজে।
অতীতের মত নেই যে আজ প্রকৃত ভালবাসা
ঘরের  প্রাচীর দম্ভের সমান বেজায় সর্ব আশা।
সুখের বাগান পাকা বেষ্টনী  বইছে নদীর জল
দুঃখের সাথী নেইকো পাশে আনন্দে বাঁধে দল।
মিষ্টি রোদের আশায় থাকি আসবে আঁধার সেরে
হৃদয় সাজাবো ঝাড়বাতিতে নিঝুম রাতকে ছেড়ে।
আশার বসতি বালির তলায় বিশ্বাস গেল হেরে
আপন বন্ধু হামার মারলো ফুলটি নিল কেড়ে।