সময়টা ছিল সত্যিই অসময়-
    দোলের চাঁদ লুকানো নদীর মাঝে,
সাঁঝের বেলায় একারে ফেলে
  চলে যাবে কোন এক অজানা পথে।


বুঝেছি জ্বালায় ভিতরটা পুড়ে-
     কাল কয়লায় পরিণত হয়ে,
কেমনে যাবে তুমি জন্মস্থান ছেড়ে
    একটু আবেগী অভিমান করে।


রানী যতই কষ্ট পাওনা কেন?
    তোমায় যে অনেক ভালবাসি,
গোলাপ দোলাণো জীবনটাকে
   শুধু কেন দিতে চাই ফাকি।


হস্ত ইঙ্গিতে তোমায় ডাকছি -
     ফিরে আস সবুজ শ্যামল গাঁয়ে,
কথা দিচ্ছি কষ্ট দিবোনাকো
   পারলে আশার ভিত্তি বিলিয়ে দিব।


তোমার চলে যাওয়াতে কত কষ্ট  -
    মন ভাল থাকবে না ওই শহরে,
কারাগারে তোমার বন্দি জীবন
     স্বপ্নের ইতিহাসে স্বাক্ষী দিবে।