ছুঁইয়ে যারে বৃষ্টি
                এম এ সালাম
                ০৪-০৪-২০


বর্ষা হয়ে এসেছো তুমি
     বসন্তের তাপাদাহে
মন ছুঁয়েছে তোমায় দেখে,
      ঠান্ডা বাতাস পেয়ে।
    
আশার বসতি মেতে উঠেছে
     মেঘ দেখে আকাশে,
নিস্তর বুঝি পাব উত্তাপে
        মুষল ধারা বৃষ্টিতে।


ধরার তলে কত যে জীব?
       সাথী আমার তুমি,
তুমি বিহনে এই উত্তাপে
      সাথী নেই কেহ জানি।
      
দমকা হাওয়া ছুটে চলছো
    তাজি ঘোরার মত,
এই মুহুর্তে ছুঁয়ে যেতে চায়
     শর্ত থাকুক যত।


মান অভিমান করোনা তুমি
      অবুঝ মনের সাথে,
করোনা এসে শিকর গাড়ল
       বাংলাদেশের সাথে।


একটু যদি ছুঁইয়ে যাও বৃষ্টি
    শীতল হবে শরীরে,
মনের তৃপ্তি মিটিয়ে দেও
     অচেনা মনের কুঠিরে।


ছোঁয়ার আশায় মেতে উঠেছি
        একটু ছুঁয়ে যাও,
বৃষ্টির মাঝে একটু প্রশান্তির,
      পরশ বিলিয়ে দেও।


নীল আকাশটা চেয়ে আছে
     তোমার আমার দিকে,
মান অভিমান কেন কর যে,
       নাটকের এই মঞ্চে।


মন ছুঁয়ে যায় মন খুজে পাই
        ভালবাসার তরে,
আড়াল হতে মেঘ কনেরা
      হাসে বারে বারে।


ছোঁয়ার মাঝে কত যে তৃপ্তি
          ছুঁই ছুঁই মনে চায়,
দমকা হাওয়ায় আমার এ মন,
          তোমায় পেতে চায়।


অবেলাতে এসে দেওনা গো
      মোদের একটু প্রশান্তি,
রবি চাষিরা অপেক্ষা করছে
     ছুঁয়ে যাওয়ার অভিব্যক্তি।