গোলাপ হাসে হাসুক
   এম,এ,সালাম
    ০৫-০৩-১৮


বেলি ফুলের সাদা পুষ্পে-
    শিউলি মুছে সিঁদুর,
গন্ধ্ররাজের শোক কাটে না
    বেদনায় সে বিঁধুর।


গোলাপ হাসে মিষ্টি করে-
    মন উঠে কেঁপে,
হাসনে হেনা সবার কাছে
    বলছে কথা মেপে।


গোপন কক্ষে সোহাগ করে-
    চোঁখে রেখে চোঁখ,
খোপার উপার জবা ফুলের
     যা কিছু হয় হোক।


কৃষ্ণ চুড়ার আগুন দিয়ে-
    সাজে   বসন্তের মেলা,
রাধা ছাড়া জমবে কি আর
    কৃষ্ণের মিলন মেলা।