গনিতের সুত্রে জীবন
   এম,এ,সালাম
    ০৮-০৭-২১
™™™™™™™™™™™™™™™™
জীবন একটা পিচ্ছিল বাঁশ
   জীবন বাজিতে চষে,
যতটা তুমি  উপরে উঠবে
  ততটা পরবে খসে।


চেষ্টায় যত অগ্রগতি হইবে
   হও পিছিয়ে অবনতি,
আয়ু তোমার কমেই যাচ্ছে
  হারাচ্ছো চোখের জ্যোতি।


বয়সের ভারে দূর্বল শরীর
    কুজো হয়ছে দেহ,
সুন্দর,সুন্দরী যতই হও না
   অটুট থাকিবে না কেহ।


লেগে থাকা ওই মানুষটা
   অদম্য সাহস জানি,
তেলেবুকে সমতার দ্বারা
   বিজয় ছিনিয়ে আনি।


জ্ঞানী, প্রচেষ্টার মৃত্যু নেই
    জানুন  কোনদিন,
উচ্চশিরে অবস্থান মানুষটা
    গনিতের সুত্রবিহিন।


যোগ-বিয়োগ গুন-ভাগ
   অনুপাত ঐকিক,
সুদকষা আর লাভ-ক্ষতি
   সহজ সরল যৌগিক।


সাহস সঞ্চারে প্রতিনিয়ত
    মাঠে থাকো ভবে,
দুঃখ কষ্ট ব্যাথার পাহাড়
  একদিন অবসান হবে।


ছোটবড় কঠিন সব বাধা
    যুদ্ধে উৎরাই তবে,
শেষ সীমানায় পৌছে যাবে
   একদিন জয়ী হবে।