ঘরের শত্রু বিভিষন
    এম এ সালাম
     ০১-০৪-১৯


আজ দেখিলাম ঘরের শত্রু-
    ঘরের ভিতর আছে,
সময়ভ মত প্রকাশ করেন
    বিভিষনের ক্ষমতা  আছে।


ওরা আপন হয় কাছে বসে -
      মুখে দিয়ে খাঁটি মধু,
ওরাই সুযোগ পেলেই বসায়
      তীর বুকের ভিতর শুধু।


ওরা চুপি চুপি বান কাটে-
    কেউ না যেন বুঝে,
পিছনে পিছে সব করিয়া
     থাকে মাথা গুজে।


ঘরের শত্রু ঘরেই জন্ম-
    শুধু স্বার্থের কারণে,
বিনা স্বার্থে কেউ চলে না
     আজ দেখলাম আচারণে।


বিভীষনের আপন নাকি-
    সতীনের ঘরের পোলা,
পেটের পোলা চুবিয়ে মারে
   আপন নিকার ঘরের পোলা।


বিভীষন যাহা করে বেড়ায়-
    তাহা বুঝেছে সকলে,
সকলের মাথায় লবন রেখে
     বরাই খাইছে বিভীষনে।