নীল নীল তেপান্তর নীল-
    মন মিল আহারে-
খুজিতে যাই যদি তারে পাই
   কোন অবেলায় তাহারে।


অম্বরে উড়ে খুজি ঘুরে ঘুরে-
  খুজি প্রজাপতি মনটা,
তার জন্য বিলিয়ে দিব ওই
    রঙ ধনুর সাত রঙটা।


স্বপ্নের মাঝে খুজে পাই তারে-
    রত্নের যত্নের এই মন-
গোপনে দিব বিলিয়ে তারে
   জানেনা সে কোনজন।


তবু ও চাই যদি তারে পাই-
    ভাবনার রাঙা মুখে,
কাছে এসে সে কোনদিন
   সব ভুলাবে  সুখ-দুঃখে।


যেদিন তুমি কাছে আসিবে-
   বলিব কষ্টের কিছু গল্প,
মনোযোগে শুনিবে সেদিন
   কষ্ট হলেও দুঃখ অল্প।