গরীব নিঃস্বের হক
  এম,এ,সালাম
   ০৩-০৫-২১
‌‌‌‌‌‌‌°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
যাকাত ফিতরা নয়তো বিত্তের
দেয়া বিশেষ অনুগ্রহ,
গরীব নিঃস্ব জনও আল্লার বান্দা
নয়তো কারও গলগ্রহ।


ইসলামেরই   পঞ্চ  বেনার
যাকাত শেষের তম ,
শিল্পপতি  হওয়ার পর যে
কেনো  যে কর ভ্রম ?


নামায , রোযা  যেমন  ফরয  
যাকাতও ফরয তাই ,
বন্ধু,হিসেব করে মালামালের
যাকাত  দেয়া  চাই ।


যাকাত ফিতরা বিত্তের  কাছে  
দুঃস্থ  জনের  হক ,
ভিক্ষার  মতো  করলে যে দান
তোমার নিজের ঠক ।


সকল সম্পদের পরিশুদ্ধিতে
করলে যাকাত  দান ,
গড়িমসি কিপটামি করলে
মিলবে  না  আছান।


ওই বিধাতার  হুকুম মতে
যাকাত  হবে  দিতে,
আখিরাতে  আল্লাহ্ তা'য়ালা
নাজাত  দিবেন তাতে ।