গরম বাড়ছে চরম (১৮৭২)
এম,এ,সালাম(সুর ও ছন্দের  কবি)
১৯-০৮-২০২২
________________
ঝলমলে রোদ্দুরের আলোয়
উত্তাপটা যে বাড়ছে,
ঠান্ডা শরীর গরমের জ্বালায়
শান্তিটা যে  কাড়ছে।


ধরায় সুর্যটা কি আসছে কাছে?
ভেবে চিন্তে পাইছি না,
অতি উত্তাপে শীতার্ত শরীরে
শান্তির ছোঁয়া পাচ্ছি না।


হায়!বাতাস গরম  উষ্ণতা  চরম
অতিষ্ঠ শরীর দেহমন,
গরমের জ্বালায় অতিষ্ঠ সবাই
কি ভাবে বাঁচাই  প্রাণ।


একদিনের এই কঠিন রোদ্দুরে
শুকিয়ে গেছে মাঠঘাট,
সব খানে লোডশেডিং বাড়ছে
ছাত্রছাত্রী বসছে না পাঠে।