গ্রহাগতির কদর
      এম,এ,সালাম


বড় কুটুম্ব বোনের বাড়ী-
    নিমন্ত্রিত হইয়া,
ছোট বোনের উদ্বার জন্য
    আসছে মেহমান হইয়া।


অতিথী কিন্তু বধুর ভাই-
    সবাই ডাকে দাদা,
সকলের সাথে মিশার কারন
     দিলটা তাহার সাদা।


বউয়ের দাদা সাদামাটা-
    চলন সহজ  সরল,
মনের কোনে নেই কোন তার
    কোন রকম  গড়ল।


তাকে নিয়ে সবাই ঠাট্টা করে-
    সহজ সরল হওয়ায়,
মুরব্বি বলে  কদর নেই তার
     বলে যাহা মনে চায়।


তামাসার একটা সীমা আছে-
    সীমার বাইরে কিছু কর না
দাদা কে নিয়ে ছোট-বড়রা,
    সীমা লংগন করন।


দাদা যে মোদের নতুন অভ্যাগত-
    পারলে কদর কর,
হাসি তামাসার কথা ভুলে
     ছোট বড়দের সম্মান কর।