ঘৃণা জন্মেছে সমাজপতিদের কাজে-
     সাধারন নীরিহ জনগনের,
অনেকেই তাদের ভাল জানে না
     তাদের মনমানসিকতা নিম্ম মানের।


তাদের কাজের ধিক্কার জানায়-
   এলাকার সাধারণ জনগন,
সুধী জনের দ্বারা বাঁচে না এলাকায়
    তাদের সহজ জীবন মান।


ওরা ভুল বুঝিয়ে হাতিয়ে নেয়-
     নিরহীদের শরীরের রক্ত ,
কেহ আবার স্বেচ্চায় দিয়ে দেয়
     যারা ওই পতিদের ভক্ত।


সমাজপতিরা  চুষে চুষে খায়-
      নিরহীদের রক্ত বিন্দু,
মানবতা আজ বিকিয়ে দিয়েই
     হাতিয়ে নেয় সুখ সিন্দু।


স্বার্থ ছাড়া লোকের অভাব-
    আছেরে ভাই দেশে,
দেখি সব খানের স্বার্থের জন্য
    ঘোরে নেতার পাশে।