ঘুমের ঘোরে মিথ্যে স্বপ্ন
        এম এ সালাম
          ২২-০৩-২০


আকাশে পূর্ণিমার চাঁদ উদিয়মান-
    জ্বলজ্বলে আলোকিত রাত,
ঝিঁঝিঁ পোকার শব্দে মুখরিত সব
     স্বপ্নিল মন স্বপ্নে বিভোর।


স্বপ্নের সাগরে সাঁতার কাটছে-
    ডুব দিয়ে তলদেশ ধাবমান,
সাত রাজার ধন এক মানিক
    তুলে আনিবার প্রচেষ্টা চলছে।


কেহ আবার বিমানে উড়াল দিচ্ছে-
    বিমান বালার সাথে গল্পে মত্ত,
ফাইটিং চলছে বিমানের সরুপথে
    নায়িকার ভালবাসা পাবার আশে।


স্বপ্নের স্বর্ণখনিতে কেহ ব্যস্ততায়-
     গহনা থলি ভর্তির আশায়,
পুড়ে পুষে লোক-লোকালয়ে
     নিজের সৌন্দর্য্য ছড়িয়ে দিবে।


কেহ পূর্ণ জ্যোস্নাময়ী আলোতে-
    বকুলের মালা গাঁথায় ব্যস্ত,
রাত পোহালেই গত দিনের দেয়া
    প্রতিশ্রুতি মত মালা পড়াবে।


কেহ স্বপ্নে শত্রুকে নিপাত করার-
    চক্রান্তে রামদায় পাইন দিচ্ছে,
মামলায় পুলিশের হয়রানী সহ
    জেল জরিমানার ব্যস্ততায়।


কেউ উড়াল দিয়ে বিদেশে যাচ্ছে-
     কোটি টাকার মালিকের আশায়,
পছন্দের মেয়েকে চিরসাথী করবে
   স্বপ্নের নীড়ে যুগ যুগ থাকিবারে।


আশা সে তো রাতের স্বপ্ন,মরুচিকা-
    নিদ্রায় জাগ্রত হায়!  হুতাশ,
সুখ ধরিবারে ছুটছে পিছে পিছে
    আশার কেটে যায় যুগ যুগ।