ঘূর্ণিঝড়ের তাণ্ডব
     এম,এ,সালাম
         ০৫-০৪-২০


হঠাৎ করে ঈশান কোণে
    কালো মেঘের ভেলা,
আকাশের মালিক দেখায়
    কত রঙের খেলা।


দুপুরের পড়ে মেঘের ডাক
    বিজলী চমকায় মেঘে,
চারটার দিকে মুষলধরে বৃষ্টি
    ঘূর্ণিবাতাসের বেগে।


বাগানের গাছ বাতাসে ঘোরে
     চরকার ঘূর্ণি ফেল,
বাতাসের প্রকোপে ঘর-গাছালী
     ভেঙেচুড়ে দেখালো খেল।


গোল্লা বাতাসে ঘরের চালা-
    দুমড়ে মুর্ছে ফেলে,
গাছ উপড়িয়ে ভেঙে চুড়ে
     ছাড়খাড় করে ফেলে।


শিলা পড়িয়া তরমুজের ক্ষেত
        বৃষ্টির পানি সাথে,
ঘোর পাকানিতে পতেঙ্গার লতা
   চাষী হাত দিয়ে কাঁদে মাথে।


বিদ্রঃ-গতকাল বিকালে আমার এলাকায় ঘূর্ণীঝড়ের তান্ডবের সংক্ষেপ বর্ননা।