কথা কিন্তু হাচা কয়ছি-
    শুনতে শুনায় কেমন,
আবোল তাবোল বলেই যাবি
    মন বলে যেমন তেমন।


সত্য কথার ভাত নেই-
   লোকের মুখে শুনি,
সত্য কথা বলতে গেলে
    গলা কাটা যাবে জানি।


জীবন যদি যায় গো বাবু-
    সত্য কথা বলে যাব,
বিচারক যা আদেশ দিবেন
     মাথা পেতে মেনে নিব।


দু'য়ে দু'য়ে যে চার হয় -
    হয় নারে ভাই ছয়,
যে বলে ভাই পাঁচ হইবে
    তারে কি বলিতে হয়।


হাচা কথার ভাত নেই-
   মিথ্যার জোর বেশী,
চোখ রাঙিলে সত্যকথা
  পিছান দিয়ে যায় চলি।