হারিয়ে গেছে গন্ধরাজের সুবাস(১৯৭২)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৭-১১-২০২২২
======================
তোকে মন থেকে বলছি,
আমি এখন  চুয়ান্নতে ছুঁই ছুঁই
কেমন  আছিস তুই?
মনে পড়ে সেই মাঘের কুয়াশা ঘেরা সকালের কথা
বক শালিক উড়ে যাচ্ছে খাদ্যে খেতে
রাস্তার পাশে কুয়ায় গূজি বকের আনাগোনা
উত্তরের ভারী শীতল বৈরী হাওয়া।
মনে আছে কুয়াশা ঘেরা সাদা পেঁজা পেঁজা
আবারণে আবৃত হয়েছিলাম দু'জন
সেই অতীতের স্মৃতিগুলো আমা হতে হারিয়ে গেছে
কালের কবলে হারিয়েছি তুই নামের ডাক,
আর আমি এখন প্রেম হারিয়ে মনের অজান্তে
তোকে ছাড়াই দিব্যি আরামে দিন কাটছি,
তোকে ছাড়াই অমানিশার রাতে স্বপ্ন বুনে যাই
সেই তেত্রিশ বছর আগের অমোছনীয় স্মৃতি থেকে।
সেদিন যে গাঙে নাও ভেসেছিলাম,আর যে পথ
দিয়ে হেটেছলাম এখন যেন চোখের সামনে ভেসে
উঠে সেই ধুসর রঙের স্বপ্নগুলো।
আজ আর আয়রণ করা জামা, সেই সোনালী রঙের
চোখ ধাঁধানো ফ্রেমের চমশা ছাড়া
সব কিছু এখন শূন্য।
সেই সুন্দর কোমল রূপের ছোঁয়া কুঞ্চিত কুচকে গেছে কপোল।
হাটুর ব্যাথা,উচ্চরক্তচাপ পেটের পিড়ায়
ক্রমশ বার্ধক্যর সরল পথে চলছি।
মনের মাঝে কে যেন উচ্চরবে ঘন্টা বাজিয়ে
স্মৃতি জাগানিয়া অনাকাঙ্কিত সুত্র গূলো বলে দিচ্ছে।
শুকিয়ে গেছে সেই সকালের হাতে নেয়া গন্ধরাজের
ফুলের সুবাস ছিঁড়ে গেছে বকুল ফুলের মালা।
এই শেষ বিকেলে কেমন আছিস তুই,
আমি এখন চুয়ান্নতে ছুঁই ছুঁই।