হাসি-কান্নার জীবন (১৭৮৬)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৫-০৫-২০২২
=========================
সুখ দুঃখ হাসি কান্না জীবনে আসে রুটিন করে,
সুখ যদি পেয়ে থাকো বন্ধু রেখো তারে যতনে ধরে।
কষ্ট ছাড়া সুখের দাম সকলের কাছে যে হয় শূন্য
দুঃখে পড়ে সুখটি পেলে ভাবে নিজেকে শুধু ধন্য।
দুঃখ বহিতে সুখ পেলে থাকলে নেও না তারে খুঁজে
সুখের নাও ভাসাতে নেই, আনন্দে দুঃচোখ বুজে।
সুখের সময় দুঃখ ভুলে কেউ হইও না আত্মহারা
তবে সুখ পালাবে গোপন পথে তোমায় করে সর্বহারা।
হাসিকান্না সুখ দুঃখের ধরায় সকলের জীবন গড়া
পায়ে ঠেলে অনেকে সবার সুখ করে ওই হাত ছাড়া।
জোয়ারের বানে সুখ এসে কাউকে হাতে দেয় না ধরা
অবজ্ঞা করলে সুখের আলোটা হবে যে হাত ছাড়া।
নিজ জীবন গড়তে সুখকে সতত  সাবধন হতে হবে
কর্মে কুশালী হওরে সুজন  সাবধানের মাইর নেই তবে।
দেখছি সুখের সময় সুজন বন্ধুরা চারিপাশে এসে ভীরে
কাহারো উপর করো না ভরসা ওরা দিবে না বুক চিরে।
সাবধানের সহিত পদক্ষেপ করো সকল কাজ কর্মে
সাবধানতায় সফলতা বিছায় এ কথা জানি সকল ধর্মে।
অসাবধানতায় হারালে সুখ যে পাবে না আর ফিরে
জীবনের সুখ গোপনে লুকাবে  দুঃখ আসিবে ঘিরে।
দিনের শেষে কালোনীশি যেমন আসে পালা করে
অধ্যাবসায়ে দুঃখ কেটে যাবে জীবনে সুখ যাবে যে ভরে।
পরের দূঃখে শান্তি পেয়ে কখনও নাচতে যেওনা ভাই,
নিজের জীবনে দুঃখ আসিলে তখন করবে হায় হায়।