হাতের মুঠোয় পৃথিবী
   এম,এ,সালাম
   ১১-১২-২০২১
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
পৃথিবী আজ হাতের মুঠোয়
তবুও জীবন কত দূরে,
ডিজিটাল ফ্রেমে বন্দী সব
ডায়লগ অচিনপুরে।


চিকিৎসা হচ্ছে ডিজিটালে
কিন্তু বিপন্ন শৈশব,
খেলার মাঠে কত তথ্য প্রযুক্তি
শুধু নিশ্চুপ কলরব।


উদাসী ভোরের  প্রতিচ্ছবি
সাধিকা সে প্রতীক্ষা,
হোয়াটস অ্যাপে থমকে গেছে
ম্যাসেঞ্জারে তিতীক্ষা


কত আদরের ঝর্ণা কলম
গেছে আজ অবসারে,
ডাক পিয়ন যে নিয়েছি ছুটি
প্রদীপ নেই যে ঘরে।


লাইক কমেন্ট আঙ্গুলের মাথে
ছবির গতি সেকেন্ডে,
ভিডিওতে আজ কথাবার্তা
ফেইজবুকের গন্ডিতে।


হাতের ছোয়াতে জোড়া লাগান
আজ ব্যর্থ প্রচেষ্টাতে,
মনের টানে  সম্পর্ক  আনে
গহীন কালো রাতে।


হাতের মুঠোয় পৃথিবী ছুঁয়ে
মন জানালা খোঁজে,
ডিজিটাল যুগে আত্মমর্যাদা
সজল আঁখি বোজে।