হায়রে মানুষ
    এম,এ,সালাম
     ১৯-০৯-২০


আমারা যে সবাই আল্লাহর সৃষ্টি
    হায়রে মানুষ এটাই সত্য কথা!
এই মানুষ কেন সামান্য বিপদে
     স্রষ্টাকে ভুলে যায় যথা তথা।


আমরা যদি মানুষ হতাম,মানুষের তরে
       এত খাবার নষ্ট  কেন,ধনীর ঘরে,
আবার,অনেকের খাবার উপছিয়ে পড়ে
     গরীব কেন অনাহারে ধুকে ধুকে মরে?


এত টাকা বিষয় সম্পত্তি থাকতে তোমার
     আদরের সন্তানের দিকে চেয়ে দেখ,
রাস্তার উপর হুমরী খেয়ে পড়ে আছে কত?
  তোমার  টনক  নড়েনি বাবু ইহা দেখেও ।


এত সুখের ভিতর বাস কর তুমি
     আদরের সন্তানের খবর নিছ নি,
সে মাথা পাগল হয়ে ঘুরে বেড়ায়,
কেন  টাকা দিয়ে চিকিৎসা করাও নি?
                                                          
বিছানাপত্র খাট পালংনক  কত পড়ে আছে
    তার পড়েও কেন তোমার সন্তান,
   ঘুমাতে হয় তার ওই রাস্তায় পরে?
অবহেলায় অযত্নে বাঁচবেন হয়ে ভবঘুরে।


ছেলে ক্ষুধা পেলে ঘুরে বেড়ায় হন্যে হয়ে
ছেলের কোন খাবার জুটেনা পেটে
         হাত পাতে মানুষের দুয়ারে দুয়ারে,
নিরুপায়ে ডাস্টবিনের উচ্ছিস্ট খাবার জুটে।
                                          
হায়রে মানুষ, মত্ত হইলি সুন্দরীদের দেখে
বয়স যে তোমার কমে গিয়ে সবই তোমার
                                                      মিছে,
পার যদি বাকী সময় কাটাও আল্লাহর পিছে
চোঁখ বুঝিলে রঙ তামাশা সবই  যে মিছে।