হজম করতে দিমুনা
    এম এ সালাম
     ১১-০১-২০


চাষী নামছে ধান কাটতে-
   তারে ধরছে জোঁকে,
মালিক চায় ঋনের টাকা
   কষ্টে মরছে শোকে।


ঋণ লইছে এক হাজার-
    লেখা দশ হাজার,
চুক্তি  পত্র দেইখা চাষী
     কষ্ট পাইছে বেশুমার।


গোমস্তা পাঠাইয়া দিয়া-
   সব ধান্য লইয়া যায়,
সারা বছরের শ্রমের ফল
  চোঁখের মধ্য বইয়া যায়।


ছেলে বলে চাষের সময়-
    রক্ত খাইছে জোঁকে,
মানুষ রূপি রক্ত চোষায়
    সব খেতে চায় চুষে।


হজম করতে দিমু না-
   যা থাকে কপালে,
ইহার বদলা নিতে হইবে
   প্রতিবাদী হও সকলে।