হে বীর সেনানী
     এম,এ,সালাম
       ২৫-০২-২০


ধর্মের অযুহাতে আজ নিশ্চুপ সারাবিশ্ব-
স্বাধীন দেশে উৎপত্তি হচ্ছে হতাশার নানা দৃশ্য।
জাতভেদ নেই ধর্মেতে আজ,তবুও রক্তপাত
দলের দোহাই দিয়ে আর করনা সংঘাত।
একটু সুখের জন্য তোরা মিথ্যার ভুলি ছাড়ো
ধর্মকে আজ পুঁজি বানিয়ে ঘর সংসার কর।
অতীত দিনের সেই ইতিহাস কেমনে ভুলে যাই
আজ সত্য শুধু পরিহাস,মিথ্যায় হারিয়ে ফেলি খেই।
সত্যের আলো জ্বলবে যাদের রঙিন হাতে-
তারাই আজ রক্ত নিয়ে নানা হর্ষে মাতে।
হে বীর সেনানী নিরব কেন বীরত্বের
উগ্রধারা
সত্যের মশাল জ্বালিয়ে দাও প্রানে বাজুক সারা।
কার ভয়ে ওই ধরার কথা না ভাবিস মন মাঝে
বিশ্বের বুকে নাহি কারো ঠাই, মিথ্যে বার্তা সাজে।
পাতালপুরে স্বার্থের পাগল, যারে বিশ্ব ছেড়ে
ভূলোক বিনে নরকের কাছে আসবি পঙ্ক ছিঁড়ে।
আপসুস নরক পাংশু অশ্রুজল সতত তোর ব্যার্থ
আঁখি মেলে দেখিসনা কেন ধরার নানা শর্ত।
পাড়ি দে ওই মরুর দেশে সত্যের নিশান খুঁজে
মানবের জন্য দে প্রান বিলিয়ে আর থাকিস না মুখ বুজে।
আসলটা আজ বিলিয়ে দে,মিথ্যেপঙ্কিল ধুয়ে মুছে
মিথ্যা বাহানা, যুদ্ধ সংঘাত ওরা সবই
ভুলে গেছে।
তোর শরীরে থাকে যদি তেজী মরদের রক্ত
সবকটাকে খতম করে দে,দিলটা করে শক্ত।
ওই চেয়ে দেখ,যুলুম বাজরা হটতে আছে পিছে
তোরা যে বীর সেনানী বীরাঙ্গনা নয়তো তাহা মিছে।