ধর্মের অযুহাতে আজ নিশ্চুপ সারা বিশ্ব-
নতুন করে উৎপত্তি হচ্ছে হতাশার নানা দৃশ্য।
ভেদাভেদ নেই ধর্মেতে আজ, তবু রক্তপাত-
দলের দোহাই দিয়ে কেন কর নানা সংঘাত।
অতীতের সেই ইতিহাস কেমনে ভুলে যাই- সত্য শুধু পরিহাসে মানুষ হারিয়ে ফেলে খেই।
সত্যের মশাল জ্বলবে যাদের আজ রঙিন হস্তে-
তারাই আজ রক্তের স্রোত দর্শনে হর্ষেমাতে।
হে বীরযোদ্ধা নিশ্চুপ  কেনো বীরত্বের উগ্র গতি?
সত্যের বার্তা  ছড়িয়ে দেও প্রাণে বাজুক উষ্ণরতি।
যদি স্রষ্টার ভয়ে ওই জগতের কথা ভাবিস নিরাবধি-
বিশ্বের বুকে নাহি কারও  ঠাঁই স্বজন চিরাব্দী।
অচিনপুরে স্বার্থের মাতাল যারে বিশ্ব ছেড়ে-
স্বর্গ বিনে নরকের সান্নিধ্যে আসবি মাটি চিড়ে।
আপসোস! দোজকভুমে অশ্রুর জল সতত ব্যর্থ-
চোখ মেলে দেখিস না কেন,ধরায় নানা শর্ত।
পাড়ি জমিয়ে মরুর দেশে, সত্যের নিশান খুঁজে-
মানব কল্যাণে দে প্রান বিলিয়ে, থাকিস না মুখ বুজে।
সত্যটা আজ ছড়িয়ে দে,মিথ্যে ধুয়ে মুছে-
মিথ্যা ছলনা, যুদ্ধ,সংঘাত সবই ভুলে গেছে।