হে শিক্ষা গুরু! জগতের যত যোগ্যতা-
     স্পৃহা রেখেছো কেনো দখলে?
অজ্ঞতা নিভায় সুখের আলো
   হায়!  পায় না শিক্ষা সকলে।


হে শিক্ষাগুরু! বিদ্যায় কেনো হিংসা নেই-
      এই উক্তিটিই দামী,
পরের কথায় কেনো হাসি ঠাট্টা
      হায়! দেখ জগৎ স্বামী।


হে শিক্ষাগুরু! অজ্ঞতার ঘরে নেই বাতি-
ঘুমাও কেমনে মনের সুখে,
মূর্খতা দেখো ধ্বংস করে সবি
  ওরে বিবেক মরছে ধুকে।


হে শিক্ষা গুরু! বিশ্বের বোঝা ফেলে জলে
সময় মত সাজো মহা বীর,
জবাব মিলিবে সেদিন সত্য কথার
    যেদিন বিবেক থাকে স্থির।


হে শিক্ষাগুরু! সমাজে শত দলের মেলা-
    শুধুই প্রশ্ন জাগে বিবেক ঘরে,
লোভী মনটা আজ ভেঙ্গে চুরমার
    অজ্ঞতার আঁধার যাক না সরে।