হে বীর পাংশু
         এম,এ, সালাম
                ১৩/০৬/১৯


মায়ের মমতায় বড় হয়েছি-
       মাটিকে আঁকড়ে ধরে,
অঙ্গন আমার নিবাসের স্থল
মায়ের আদরে স্নেহের ডোরে,
      
আচার খেয়ে হুমরি খেয়ে-
        এঁটেলমাটি কামড়ে ধরে,
এই জমিনের পড়ে ভর করিয়া
     মাগো হাটছি সোজা হয়ে।


এই ক্ষিতিজে সোনা ফলিয়ে-
        জীবন বাঁচিয়েছি মোরা,
মাটির কোলে মায়ের আদরে
       জীবন গড়িয়েছি মোরা।


মাগো তোমার কোলে কত শান্তি-
      তোমার পায়ে মাথা ঠেকাই,
তোমার পরশে শান্তি পেয়ে কত?
         গায়ে ধুলাবালি মাখাই।


মৃম্ময়ের স্নেহে সবুজ শ্যামলে-
         মায়ের কোলে বাস করে,
জনম ধরে মাথা ঠেকাতে চাই
         মায়ের পায়ের তলে।


পাঁকাল তুমি যদি বিগরে যাও-
         কোথায় ঠেকাব মাথা?
রাগ কর না মেঠো পথের বন্ধু
    তুমি যে অতি আপন তথা।