ভালবাসি বলে সরষেফুল-
     হলুদে মিশে থাকো,
আমি যে শুধু সরষেফুল তাই
    খোপায় পড়ে রাখ।


চেয়ে থাকি ওই আকাশে-
   যদি ডাকে সূর্য-চাঁদ,
সুখে দুঃখে একসাথেই
   বুঝি নাকো দিনরাত।


খালি পায়ে চলে যাও ভোরে-
    পা দুটি মাড়িয়ে,
বলে নাতো কোন কথা
   মুখটা সে বাড়িয়ে।


অপরাহ্নে  বসে  বসে-
   আঁকি ফুলের ছবি,
মনের কথা লিখি ফেলি
    আমি যখন কবি।


কেহ তুলে খোপায় পড়ে-
    কেহ হাতে রাখে,
কেহ আবার সরষেক্ষেতে
    সেলফিতে হাসে।