হেমন্ত ছুঁয়ে যায় (১৯৪২)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৮-১০-২০২২
_________________________
হেমন্তের ওই নীল আকাশটায়
চলছে রঙের খেলা,
বিকেলের হাসি খুশি নরম রোদে
সাদা মেঘের ভেলা।


গাঁয়ে পাখপাখালি গাইছে শুনি
কত মিষ্টি মধুর গান?
সন্ধা বেলায় পাখি নীড়ে আসে
ভালোবাসার  টান।


ভোরে শিশির কণা জ্বলছে কেমন
ওই দূর্বাঘাসের পরে,
উষার আলোয় ঘুম ভেঙ্গে যায়
রূপের প্রকাশ করে।


গাঁয়ের মাঠে মাঠে সোনার ধান
চালি পড়ে আছে মেলা,
ক্ষেতে নাছছে বাতাস আনন্দেতে
করছে হেলে দুলে খেলা।


ওই ছাতিম ফুলের সুবাস ছড়ায়
কত শিউলি ফুলের হাসি?
ধানের মৌ মৌ গন্ধে মুগ্ধ কৃষক
হাসি কৃষাণীর বুকে রাশি।