হিংসার বিষে
  এম এ সালাম
    ০৪-০৪-১৯


হিংসার বিষ ডুকেছে যার অন্তরে-
   সে ছোবল মারে যারে তারে,
কেহ যদি ফুসে ফাসে উঠতে চায়
    হিংসার বিষ তারেই শুধু চায়।


আমিত্বে আমি, তুই হবি কেন বড়?
    উপরে উঠতে চাও,ধারণা ভুল,
আমার বিষে রহিবে তুমি কিসে?
   চেয়ে দেখ মাটি নেই পায়ের নিচে।


ডাক্তার বলে, রোগী দেখি কলে-
    বিষ দিয়ে বিষ করি নিমিষ,
বুঝলে বেশী চোঁখে দেখবে অর্হনিশ
    সরষে ফুলে,সব গেছো ভুলে।


পারা ফল খাবি কিছু নিয়ে যাবি-
    ফল পেরে কেন খেতে চাস?
যদি গাছে আরোহন করিনা বারণ
    তবে হবেই না কেন সর্বনাস।


করবি বাড়াবাড়ি,  হবে হাড়াহারি-
  স্বার্থে আঘাত পেলে ব্লেডের দুকুলে
দেখবি কাটবে সমান সমান তালে
    ঝাল না খেলেও মরবি ঝালে।


ওস্তাকে ডাকিলে বাপ, কবিবে না মাফ-
   তার ছুড়ি, চালাবে সমান তালে,
ক্ষমতার উপর ত হানিলে
    ভেবে দেখো মরবি সুক্ষ্ম চালে।