সোফায় বসে হিসেব মিলাই-
   অতীতের হিসেব টানি,
ভবিষ্যতে কি মিলবে হিসেব?
    আমি কি এখন জানি।


হিসেব করতে মাথা লাগে-
   ক্যালকুলেটরে পারে না,
এ হিসেব যে মিলে যাবে,
   যোগ বিয়োগ লাগে না।


আয়ের চেয়ে ব্যায় বেশী দেখিয়ে-
    হিসেব মিলিয়ে দেয়,
বুঝতে হবে এই মগজ খানা,
    হিসেবের মহা বেত্তায়।


হিসেব টা যে সংখ্যা দিয়ে নয়-
     হাতের কড় গুনে,
এই হিসেবটা মিলায় কাহারা,
    যারা স্কুল কলেজে পড়েনি জীবনে।


এই হিসেব যে মিলায় তারা-
   আনা,কড়া,গন্ডা, কিয়ায়,
ক্যালকুলেটর ফেল মারে,
    হাতের কড়ে ঘুরায়।


পৃথিবীটা নাকি হাতের মুঠোয়-
   মোবাইল টিপে বলে,
কড়ের হিসেবটা কোন জ্ঞানী,
   আদর্শলিপীতে শিখিয়েছে।


একাই হিসেবটা মিলিয়ে দেখে-
    সহোযোগীতার ধার ধরে না,
কড় ছাড়া যে গুণে গুণে,
    পারলেও করে না।


এত হিসেব কর সোফায় বসে-
    নিজের হিসেব করে দেখ,
জীবনের যে ষোল আনাই বাকী,
     সে হিসেব কি রাখ?