হলুদ খামের চিঠি
          এম,এ,সালাম
           ১৫-১০-১৯


তোমার শেষ চিঠিটা-
      মোড়ানো ছিল,
হলুদ একটি খামে
   পাঠাতে গিয়ে পড়েছিল
ঘোটক বাবুর জ্যামে।


চিঠির খামটি  ছিঁড়ে -
    দেখতে পেলাম,
অভিনব এক লেখা
   লাল কালিতে লিখা ছিল
মনের যত কথা।

চিত্র ছিল কোমল মুখে-
একটি আদরের ছবি
   গোলাপী ঠোট পালিসে,
আলত ভাবে ছাপ করা
    ছবি নিয়েই ভাবি।
  
তুমি আবেগ ভরে লিখেছিলে-
    মনের যত কথা,
সঠিক মনে আসছে না
   মনের মাঝে ব্যাথা
তবুও স্মৃতি দিয়ে গাঁথা।


তোমার শেষ ইচ্ছে-
    জানিয়ে দিয়েছিলে,
ছোট চিঠিকারে লিখে
    চিঠি পড়ে লাগে,রে আজ
মনের দুঃখ  বাড়ে।
  
তুমি রাখতে পার নি-
    তোমার কথা,
পারিপার্শ্বিক চাপে
   তুমি ব্যার্থ হয়েছিলে
ব্যাথা পেয়েছিলাম তাতে।


কিন্তু দোষ দিয়েছো-
   আমার উপর,
করার ছিলনা কিছু
শুধু তোমার ভুলেই পড়ে
   ছুটেছিলাম পিছু।


কত যুক্তি দিয়েছিলে?
   নিজের মত করে,
তোকে নিয়ে ভেবেছিলাম
    এখন ও মনে পড়ে
কিন্তু কিছু করার নেই।