হঠাৎ দেখা
এম,এ,সালাম
১৩-০৬-২১
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
দেখছি তুমি বোখরা পরা
চলছো রাস্তা দিয়ে,
কত যে ভাল লাগল তখন!
বুঝাবো কি দিয়ে?


বাহ! দুই সৃক্কনে পরছো তুমি
গোলাপি লাল পালিশ,
মুখোশ নেই ওই মুখেতে
করব আমি নালিশ।


আলতা রাঙা পা দেখিছি
নুপুর পড়া তাতে,
মোবাইল ছিল কানের কাছে
সোনার বালা হাতে।


সামনে এসে দাড়িয়ে  গেলে
মুচকি হাসি হেসে,
কুশাল বিনিময় করলে তুমি
সালাম দেয়ার শেষে।


তোমার চলন বলন এত্ত মধুর
দেখলে  ভাল লাগে,
তোমার মধুর মধুর কথাগুলো
মনের কোণে জাগে।


কালো বোখরা বেশ মানিয়েছে
এ ভাবে চললে খুশী,
নিজের জীবন নিয়েই গড়ো
কাউকে কর না দোষী।