হৃদাকাশে মেঘ জমেছে
     এম এ সালাম
       ২৪-০১-২০


আঠেরো বছরের সংস্কৃতিটা-
    ধুলোয় মিশিয়ে দিলে,
মানিক্য আজ অবজ্ঞা করিয়া
    দূরে ফেলিয়া দিলে।


আনন্দ আজ নেইরে মনে-
   আছে মনের কোনে কষ্ট,
এতদিনের মিষ্টি হাসিটা আজ
   হয়ে গেল কেন রুষ্ট?


মনের কোনে মেঘ জমেছে-
    কাল বৌশাখী রুপে,
দহনের দগ্ধে পুড়িয়া অন্তর
     ধুলোয় মিশিয়ে দিছে।


পূন্যের লাগিয়া অভিনয় করিলি-
     সে আশায় গুড়েবালি,
পূন্য না পাইয়া শূন্যের খাতা
     বোঝাই দিয়ে নিলি।


কাহার দোয়া আজ গ্রহন কর-
   নিজেদের সুচতুর ভাবিয়া,
দোয়ার পরিবর্তে বদ্দোয়া নিলিরে
    নিজের-টাকা দিয়ে কিনিয়া।


বুঝেছো আজ ঠকিয়ে দিলাম-
    বিদ্যাপীঠ গুরুদের,
গুরু ঠকে নাই ঠকিলি তোরা
    কষ্ঠে অশ্রুঝড়ে মনিবের।


হাসিমাখা বদনে লেপে দিয়েছো-
    লাঞ্চনার কালোমেঘ,
কষ্ট আর ক্ষোভ বাড়িয়ে দিলে
    মনের কোণে ভাবাবেগ।