ইতিহাসে নেতার পতন
     এম,এ,সালাম
      ২৯-১১-২১
________________________
ইতিহাস খুঁজে দেখো নেতার পতন কিসে?
তারা বিশ্বাস্থ ব্যক্তির বানে,মরছে চরম বিষে।
একদম নিকটতম আত্মীয় যে সতত পাশে থাকে
তার দ্বারা তার পতন হবে হঠাৎ এক নিমিষে।
ভালোবাসার মানুষগুলো বেশি ভাল বাসতে বাসতে
ইমাম হাসানের প্রাণ নিল স্ত্রী, বিষে হাসতে হাসতে।
নবাব সিরাজুদ্দৌলার পতন মহা বিশ্বাসঘাতকতায়
মীর জাফর  বেঁকে গিয়ে মসনদ লোভের আশায়।
বঙ্গবন্ধুর পতন হলো তার সহচর মোস্তাকের হাতে
পরিবারের প্রায় সব মারিল মাথাচাড়া দিয়ে উঠে না যাতে।
ইন্দ্রিয়াগান্ধীকে মারলো যারা তার সহচর ছিল
কৌশল খুঁজে মুখ বুজে তার প্রাণ কেড়ে নিল।
সাদ্দাম হোসেনকে মারল যারা তার অনুগামী লোক
মৃত্যুতে আমেরিকার বারসেনা কেঁদে করলো কত শোক।
বাদশাহ ফয়সাল যখন আলিঙ্গনের জন্য হাত বাড়ালো
এই সুযোগে তার ভাতিজা তিন গুলিতে প্রাণ কেড়ে নিল।
ইতিহাসের পাতায় লিখা এমনি ভাবেই নেতার হয় পতন
নিরাপত্তায় যতই থাকো  রক্ষা হবে না করলে যতন।