জানার শেষ কোথায়?
    এম,এ,সালাম
      ১৪-০৭-২০


জানার জন্য ছুটছি আমি
   অজানাকে জানবো,
পথের মাঝে কিছু জানলে
      নোটে করে আনবো।
      
ঝড় তুফানে ফিরবে নাকো
     আমার পথ চলা,
জ্ঞান লাভে কষ্ট  হইবে
     আগেই ছিল বলা।


ঘরে বসে জানা যাবে না
    জ্ঞান লাভের পথ,
শিক্ষার জন্য কেউ আবার
    দেয় ভিন্ন ভিন্ন মত।
      
চড়াই উৎড়াই সব মারিয়ে
     এগিয়ে যাবো সামনে,
জানার যদি আগ্রহ না থাকে
      জানবো জ্ঞান কেমনে।
  
জানার জন্য যেতেও হয়
    জানতে যাইবো চীন দেশে,
ভাল কিছু জানার পরেই
    ফিরে আসবো দেশে।


জ্ঞান আমি যতই খুঁজি
     জানার হল না যে শেষ
আগ্রহ যে বেড়েই চলছে,
     ইচ্ছে জানবো সবিশেষ।
      
জ্ঞান অন্বেষন ফরয ভাইরে
         চীন দেশে যেতে হলেও
তাই যদি হয় যাব আমি,
         সাত নদী  পাড়ি দিয়েও।


সুখের নাগাল খুঁজিতেছি
       কোন পথে গেলে পাব?
কষ্ট হলেও  সময় করে
সেই দেশেই পাড়ি জমাব।