জানের পাখী দিল ফাঁকি
    এম,এ,সালাম
      ১০-১১-২১
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
সদা সর্বদা আমায় নিয়ে
জান পাখী করে গান,
গানের সুরে পাগল দু'জন
আছ ভালোবাসার টান।


গোলাপ বেলি গন্ধরাজ হয়ে
ছড়ায় সুবাস ঘ্রান,
একটু দূরে থাকলে দু'জন
বাড়ে হাজার টান।


রাতের কাননে স্বপ্ন বুনে
যেতাম দু'জন ঘুমি,
চাঁদের রাজ্যের রানী হয়ে
দিতাম ঠোঁটে চুমি।


জান পাখিটা গায় না গান
চেনা সুর তাল লয়ে,
হৃদ মাঝারে রক্ত ক্ষরণ
ব্যথার পাহার বয়ে।


জানের পাখী দেবে ফাঁকি
আগে জানতাম না,
ফুল তুলিতে মালি হয়ে
কাননে যেতাম না।


সারা জীবন দু'জন মিলে
এক বাগিচায় থাকবো,
একে অপরের দুঃখ কষ্টে
বুকে আগলে রাখবো।