জি হাউজ এ্যাফেক্ট
       এম, এ, সালাম
          ০৮-০৭-২০


পৃথিবীর আয়ু কমে আসছে-
     বিজ্ঞানীদের অভিমত,
বাড়ছে গরম হতেছে  নরম
     পৃথিবীর শক্ত স্থান যত সব।


ছয় ঋতু আজ ছয় ঋতু নেই-
     অনেকটা বদল হয়ে গেছে,
তিন ঋতু আজ প্রভাবশালী
     ঋতু পরিবর্তন হয়ে গেছে।


পানি বাড়ছে, স্থল কমছে -
     ক্ষয়িত সব ধুলি কনা,
বৃষ্টি কমলেও পানির পরিমান
      নেইকো মোদের জানা।


তাপ বেড়েছে অধিক হারে-
    উষ্ণ হচ্ছে স্থল ভাগ,
জীবযন্তুর প্রজনন ক্ষমতা
   সব   উষ্ণতারই প্রভাব।


উষ্ণ হলেই ক্ষয় হতে থাকে-
     তাপিত তরল বস্তু,
আর বাড়ছে পৃথিবীর দূরাত্ম
     ক্ষয় হতেছে একটু একটু।


পৃথিবীর সব হাতের মুঠোয়-
     অজানা সব জানা,
কমছে আয়ু তাই জানছে সবে
      ভেবে দেখুন সবজনা।


ভাবুক যারা ভেবে দেখুন-
    পৃথিবীর বর্তমান কি অবস্থা?
ক্ষয়িত সব মূল্যবান জিনিস  
     ক্ষয়ের কারণে সবই সস্তা।