জীব বলবে আহা এলি হল!
     এম, এ, সালাম
      ২০-০৪-২০


স্রবন্তীর এ কুল ভাংগে ও কুল গড়ে
এইতো অর্ন্তবেদি জলের তামাশা,
বিশ্বচরে সোয়াস্তি খুজে বেড়াইলেও
এখন পাবে না তুমি নির্মল বেলা।
তমোপহ নিজস্ব ভুমে বিলাচ্ছে ঝাঁঝা
মনুষত্ব অজ্ঞানহীনতায় খাচ্ছে শুধু খাজা,
যেদিন ভুঁইচালিতে থরেথরে ইরিকা কম্পমান
প্রানীকুল কর্ম ভুলে মৃত্যুতে ধাবমান।