জীবনে চলার পথে
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৫-০৪-২০২২
======================
আমরা যারা পাপের কথা চিন্তা না করেই
করে থাকি গোটা সমাজের বুকে বেঈমানী,
কভু বুঝতে চায়না জন্ম মৃত্যুর রহস্য খেলা
তার মাঝে আসবে কতোখানি পেরেশানি।


জীবনে জন্ম নিয়েছি পুনরায় মরিতে হইবে
এই কথাটা পৃথিবীর সকলেই মোরা জানি,
জীবনে কাজেকামে পাপ পূণ্য এদুটো আছে
সেই কথাটা সকলেই মনেপ্রাণে মোরা মানি।


মানুষকে অসৎ পথের দিকে পাপ নিয়ে যায়
আর জীবনে ডেকে আনে নানান বেইজ্জতি,
সৎ পথের পথিক সর্বদা পূণ্য কামাই করে
জীবনে সফলতার পথে থাকে সদা তাঁর গতি।


পাপের ফলে মানুষ ধ্বংস হয়ে থাকে জীবনে
পরে দেখি ভাগ্যের দিয়ে থাকে সর্বদাই দোষ,
নিজেরই কর্মফলে জীবনে ধ্বংস ঘটে থাকে
সে-বিষয়ে সমাজে থেকে থাকে ক'জনের হুঁশ ?


মানুষেরই পূণ্য মানুষকে মানবিক গড়ে তুলে
আর ধ্বংস হতে বাঁচায় জীবনের সকল ধাপ,
পাপ কাজে যারা মশগুল হয়ে থাকে জীবনে
তাদের জীবনে ধ্বংস নামিয়ে আনে অভিশাপ।